ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে খুব ভালো মেজাজে আছে টিম আর্জেন্টিনা। অন্যদিকে হাংগেরির বিপক্ষেও জয় নিয়ে ফুরফুরে আছে উরুগুয়ে। আজ বাংলাদেশ সময় রাত ১:১৫ মিনিটে (১৯তারিখ রাত) মুখোমুখি হচ্ছে এই দুইদল। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মেসির প্রতাবর্তনটা ছিল রাজকীয়, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আছে ফুরফুরে মেজাজে। লাতিন আমেরিকার পরাশক্তি দুইবারের বিশ্ব কাপজয়ী আর্জেন্টিনা আজ রাতে মাঠে নামছে লাতিন আমেরিকার আরেক পরাশক্তি উরুগুয়ের বিপক্ষে। ধারণা করা হচ্ছিল উরুগুয়ের বিপক্ষে মাঠে থাকবে না লিওনেল মেসি,আর্জেন্টিনা বস লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন মেসি থাকছেন এই ম্যাচেও। আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে আবশ্যই জয় নিয়ে মাঠ ছারতে চাইবে,আর অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক চাইবেন আরও একটি মেসি যাদু দেখতে। দুইদলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৭ সালের সেপ্টেম্বরে সেবারের দেখায় জয়ের দেখা পায়নি কোনো দল।