৯০ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা জানান, এযুগের অনেকেই ৭১ এর অনেক ঘটনা জানেন না। অনেকেই জানেন না মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। তাই আওয়ামী লীগের প্রতীকের কোনো অনুষ্ঠান হলে নিজ উদ্যোগে সেখানে চলে যান। সকালের কাছে তুলে ধরেন স্বাধীনতার ইতিহাস।
স্বাধীনতা সৈনিক নূর হোসেন ময়মনসিংহ জেলার বাসিন্দা। বর্তমানে বসবাস করেন ঢাকার মিরপুর এলাকায়।
৭ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধা নূর হোসেন বলেন, ‘প্রতীক কোনো অনুষ্ঠান হলে ঘরে থাকতে পারি না। চলে আসি। কারণ আমরা এই প্রতীক থেকে আমাদের বাক স্বাধীনতা পেয়েছি। বিচার ব্যবস্থা পেয়েছি। এযুগের অনেকেই স্বাধীনতার অনেক ইতিহাস জানে না। আমরা তাদের জানাতে চাই। শেষ বয়সে তাদেরকে উৎসাহ দেওয়াটাই আমার উদ্দেশ্য।’
নূর হোসেন আরও বলেন, ‘একাত্তরের অনেক রাজাকার, জামায়াতের অনেকেই রয়ে গেছে। তারা বিভিন্ন কৌশলে দলের ভেতরে ঢুকে যাচ্ছে। দলের মধ্যে ঢুকে তারা বঙ্গবন্ধুকে, শেখ হাসিনাকে, বাংলাদেশের স্বাধীনতাকে নানা ভাবে বিতর্কিত করার চেষ্টা করছে।’
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ‘সোনার বাংলা’ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।